রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মিরসরাইয়ের ফেনী নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ের ফেনী নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীতে পড়ে তিনদিন ধরে নিখোঁজ কিশোর মো. জাহেদুল ইসলামের (১৭) মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (২৫ জুন) এলাকাবাসী নদীর পাশে ভাসমান অবস্থায় মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। 

এর আগে গত রোববার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তে রেখার জিরো পয়েন্টের আমলীঘাট এলাকার মেরকুম নামক স্থানে ভারতীয় বিএসএফের তাড়া খেয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহেদ। নিহত জাহেদ ওই এলাকার পূর্ব অলিনগর গ্রামের মো. ফারুক ইসলামের ছেলে। 

জাহিদের বাবা ফারুক ইসলাম বলেন, আমলীঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে প্রায় সময় চোরাই পথে চিনি আসে। গত রোববার রাতে আমার ছেলেসহ আরও অনেকে চিনি আনতে যায়। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই চলে আসলেও আমার ছেলে জাহিদ আসেনি। সে কানে কম শুনে এবং সাঁতার জানতো না। মঙ্গলবার (২৫ জুন) সকালে তার মরদেহ পাওয়া গেছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, মঙ্গলবার (২৫ জুন) থেকে পুনরায় অভিযান শুরু কথা ছিল। কিন্তু তার আগে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ